Wed. Sep 17th, 2025
Advertisements

Rajshahiখোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: রাজশাহী :রাজশাহী জেলার নিয়োগ বঞ্চিত প্যানেল শিক্ষকরা নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। পরে নিয়োগ বঞ্চিত প্যানেল শিক্ষকরা নিয়োগের দাবিতে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি আবেদন পত্রও পাঠান।
মানববন্ধনে তারা বলেন, হাইকোর্টের নির্দেশের পরও কর্তৃপক্ষ তাদের নিয়োগ দিচ্ছেনা। তাই তারা অতি দ্রুত কোর্টের নির্দেশ মেনে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগের দাবি জানান। মানববন্ধনে জেলার সকল নিয়োগ বঞ্চিত শিক্ষকরা উপস্থিত ছিলেন।