Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: মোঃ আফজাল হোসেন , দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিপক্ষরা জাল দলিল তৈরি করে মোঃ বেলাল হোসেন এর রেকর্ডীয় জমি দখলের চেষ্টা করছে। ফুলবাড়ী থানায় প্রতিপক্ষদের কে নিয়ে সালিশ হলেও দেখাতে পারেনি প্রকৃত জমির কাগজ পত্র । ফুলব্ড়াী উপজেলার শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন এর পুত্র মোঃ বেলাল হোসেন জানান রাজরামপুর মৌজার ৩৬০৭ দাগে মৃত আছর উদ্দিন এর পুত্র মোঃ মফিজ ্উদ্দিন ও কন্যা মোছাঃ আছিয়া খাতুন এর নিকট থেকে ১৯৯৭ সালে পার্বতীপুর সাব রেজিষ্ট্রি আফিসে কবলা দলিল মূলে ৪ শতক জমি মৃত ইসমাইল হোসেন কে রেজিষ্ট্রি দেন। যাহার দলিল নং ৪৬৮৫ তারিখ ০৯/০৩/১৯৮৭ । উল্লেখ্য যে, মোঃ ইসমাইল হোসেন এর ওয়ারিশ সূত্রে ঐ জমির মালিক তারা। মৃত ময়েজ উদ্দিন এর পুত্র মোঃ ইসমাইল তার ৪ বোন ১ ভাই। বাংলা হিলির ফকিরপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিন এর স্ত্রী মোছাঃ মছিরন বিবি , পাঁচবিবি উপজেলার রুনীহালি গ্রামের মোঃ মেছের উদ্দিন এর স্ত্রী মোছাঃ কছিরন বিবি, ফুলবাড়ী ্উপজেলার রাজরামপুর গ্রামের মৃত ফজল উদ্দিনের স্ত্রী মৃত ছমিরন বিবি ও পাঁচবিবি উপজেলার কুশুমবার ইউনিয়নের রুনিহালি গ্রামে হুজুর আলীর স্ত্রী মোছাঃ ফতেমা খাতুন তারা নিসন্তান হওয়ায় ঐ জমির রেকর্ডীয় মালিক তারা। ঐ রেকর্ডের বলে ৩৬০৮দাগে ৭ শতক ও ৩৬০৯ দাগে ২১ শতক জমি মোট ২৮ শতক জমি গত ১০/০৮/২০১৬ ইং তারিখে শিবনগর ইউনিয়ন ভুমি অফিসে কাগজ পত্র জমাদিয়ে খারিজ খাজনা পত্র করে নেন । যাহার ভুমি উন্নয়ন কর , রশিদ নং ল ০৭৮৮১২ তারিখ ১৬/০৭/২০১৫ ইং, ডি সি আর নং প ৬৯৩৪৭ তারিখ ২১/০৪/২০১৫ ইং। মোঃ ইসমাইল হোসের পুত্র মোঃ বেলাল হোসে ও মোঃ আলতাব হোসেন আভিযোগ করে বলেন , রাজারাম পুর গ্রামের আছিরুদ্দিনের পুত্র মোঃ ফয়জার রহমান ও একই গ্রামের মৃত কানচার পুত্র মোঃ আছির উদ্দিন গংরা জাল দলিল তৈরি করে রেকর্ডীয় মালিকের জায়গা দখল করছে । উল্লেখ যে আছির উদ্দিন ও মোঃ ওসমান মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে আফিস আদালতে দাপট খাঠাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, তারা আসলে তালিকা ভুক্ত মুক্তি যোদ্ধা নয়। গত ১৪ ই জুলাই ফুলবাড়ী থানায় উভয়কে ডেকে কাগজ পত্র দেখাদেখি হলে প্রতিপক্ষরা কোন কাগজ দেখাতে পারেনি। কিন্তু জোর করে তারা আবার বেলাল এর দখলীয় ও রেকর্ডীয় সম্পত্তিতে লাগানো গাছপালা কেটে ঘর নির্মান করার চেষ্টা করে। এ ব্যাপারে মোঃ বেলাল হোসেন স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।