Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: গুলশান ও শোলাকিয়ায় পরপর বর্বরোচিত জঙ্গী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সচিব ড. মো. রবিউল ইসলামের সঞ্চালনায় এবং আহ্বায়ক প্রফেসর ড. রকিব আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মো. আব্দুস সোবাহান, সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন, প্রফেসর ড. মো. ফয়জার রহমান, সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন সহ প্রগতিশীল শিক্ষক সমাজ।
এসময় প্রফেসর মো. আব্দুস সোবাহান বলেন, শিক্ষকদের জাতির বিবেক বলা হয়। এরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সকল অন্যায় প্রতিহত করা সম্ভব। আজ বিভিন্ন জঙ্গী কর্মকা-ের সাথে ধর্নাঢ্য পিতার সন্তানেরা জড়িত হয়ে পড়েছে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তারা নেশায় আসক্ত, মানসিকভাবে বিপর্যস্থ থাকে তাই তাদের খুব সহজেই মগজ ধোলাই করে তাদের হতে অস্ত্র তুলে দিয়ে মানুষ হত্যা করতে বসছে কিছু উগ্রবাদী সংগঠন। আর এর সাথে জড়িয়ে যাচ্ছে দেশের বৃহৎ বিদ্যাপীঠের শিক্ষার্থীরাও। তাই পরিবার ও শিক্ষকগণ যদি তাদেরকে এ সম্পর্কে সচেতন করে তোলেন তাহলে হয়ত আর এভাবে কাউকে প্রাণ দিতে হবে না।
প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন বলেন, দেশের বিভিন্ন জায়গাতে যেভাবে শিক্ষক, সাধারণ মানুষ মারা হচ্ছে তার প্রেক্ষাপটে আজ সারা দেশের মানুষ এক হয়ে দাঁড়িয়েছে। এই ঐক্যবদ্ধতাই পারে দেশের এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি দিতে। এদেশে কোন অন্যায় অবিচার প্রতিষ্ঠা করতে পারবেনা। তার প্রমাণ এ দেশের মানুষ বার বার দিয়েছে।
রাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বলেন, যার যার জায়গা থেকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষকদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। তাই এখনই সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব বাধাকে জয় করা।
ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুন্সী মুনজুরুল হক বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদীরা দেশের অগ্রগতিকে রুখতে এই হত্যাকা- চালাচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি এই ঐক্যবদ্ধতাই পারে আমাদের এই অগ্রগতিকে ধরে রাখতে । এবং সকল জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে রুখে দিতে।
এদিকে জঙ্গী হামলার প্রতিবাদে শোক পথযাত্রা ও প্রতিবাদী সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতা কর্মীরা।