Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: ৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে বিকল ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। তবে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল করলেও ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ফেনীর ফতেহপুর লেভেল ক্রসিংয়ে বিকল ট্রাকের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার মনজুরুল আলম জানান, বিকল ট্রাকটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল শুরু হয়েছে।
তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে। শিগগিরিই উভয় লাইনে ট্রেন চলাচল শুরু হবে।