Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী বলেছেন, দেশে যে জঙ্গিবাদ তৈরি হয়েছে তাতে আমরা কেউ নিরাপদ নয়, এ বিপদ আমাদের সবার। আগে তো বলতাম মাদ্রাসা, এখন দেখি আমার ঘরে জঙ্গি। একেবারে শিক্ষিত তরুণরা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
মঙ্গলবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ‘নিউজ এন্ড ভিউজ’ টকশো অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, শুধু কঠোর ভাবেই জঙ্গি মোকাবেলা করা যাবে বিষয়টা এরকম নয়। তারা (জঙ্গি) যেভাবে মোটিভেটেট হয়েছে, ঠিক সেভাবেই তাদের বুঝিয়ে ভালো পথে আনতে হবে।
জামায়াত না ছাড়লে বিএনপি’র সঙ্গে ঐক্য করবে না সরকারি দল এ প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে প্রমাণ হয়েছে জামায়াত-শিবির জঙ্গি ও সন্ত্রাসী দল। ১৯৭১ সাল থেকে মৌলবাদ ও জঙ্গিবাদ কর্মকাণ্ড করে আসছে জামায়াত ইসলামী। সুতরাং ঐক্যের প্রশ্নে জামায়াতকে ছাড়া উচিৎ।
সরকার কেন জামায়াতকে নিষিদ্ধ করছে না উপস্থাপকের এমন প্রশ্নে-তিনি বলেন বিএনপি যদি সরকারকে দাবি জানান জামায়াত নিষিদ্ধ করতে তাহলেই দলটিকে নিষিদ্ধ করা হবে।