Wed. Sep 17th, 2025
Advertisements

35খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি তারা।
তবে রিল লাইফ এবং রিয়েল লাইফে তাদের রসায়ন দেখে কারো বুঝতে বাকি নেই প্রেমের সম্পর্কে রয়েছেন এ জুটি। সম্প্রতি এ জুটিকে নিয়ে গুঞ্জন- গোপনে বাগদান সম্পন্ন করেছেন তারা। কিন্তু গুঞ্জন সত্যি নয় বলে জানিয়েছেন বাজিরাও মাস্তানি খ্যাত এ অভিনেত্রী।
গতকাল বুধবার ভারতের দিল্লিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দীপিকা। সেখানে সাংবাদিকদের তার বাগদানের গুঞ্জনের বিষয়টি খোলাসা করেন তিনি। দীপিকা বলেন, ‘আমি গর্ভবতী নই, আমার সন্তানও হচ্ছে না। আমি বাগদত্তা নই এবং শিগগিরই বিয়ের পরিকল্পনাও করছি না।’
এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছিল, কয়েক মাস আগে তাদের অবিভাবকদের উপস্থিতিতে বাগদান সেরেছেন দীপিকা এবং রণবীর। প্রতিবেদনটিতে আরো জানানো হয়েছিল, খুব শিগগিরই বিয়ে করছেন না এ জুটি, কারণ দীপিকা আগামী দুই বছরের মধ্যে বিয়ে করতে