Sun. Sep 21st, 2025
Advertisements

41খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: বাগেরহাট : বাগেরহাটের দেপাড়া বাজারে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের ৪ নেতা-কর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাগেরহাটের দেপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে এলাকাবাসী। বৃহষ্পতিবার দুপুরে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া বাজারে হাজার হাজার এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে অংশ নেয়। সোমবার রাতে জেলা ছাত্রলীগ নেতা ও বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের সাবেক ভিডি মো. সোহাগ মোল্লা, যুবলীগ নেতা ইউপি সদস্য মো. শুকুর হাওলাদার, শ্রমিকলীগ নেতা মান্নান হাওলাদার ও নওরেশের উপর চিহ্নিত একদল চাঁদাবাজ সন্ত্রাসীরা এই হামলা চালায়। মানব বন্ধনে ওই চাঁদাবাজ সন্ত্রাসীদের আটকপূর্বক শাস্তি ও দেপাড়া বাজারে নিশ্চিন্তে ব্যাবসা-বানিজ্য করার দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ সময়ে বক্তৃতা করেন, ধোপাখালী ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, ইউপি সদস্য মো. সাদেকুল ইসলাম, শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, মোল্লা ইমাম হাসান জেলাল, নজরুল ইসলাম হাওলাদার প্রমুখ।