খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: নুরুল আমীণ সিকদার, গাজীপুর : উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বাস্তবায়নে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় ২১ জুলাই বৃহস্পতিবার সকালে র্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা হয়েছে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এম পি বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: গোলাম কিবরিয়া, কৃষি অফিসার আশীষ কুমার কর, প্রাণী সম্পদ অফিসার মো: আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, সমবায় অফিসার ইফতেখারুজ্জামান, চেয়ারম্যান আ: হাই, প্রধান শিক্ষক মজিবুর রহমান মিলন, সাংবাদিক নূরুল আমীণ সিকদার, মৎস্য চাষী শামীম আহমেদ, প্রমুখ। কাপাসিয়া উপজেলা পরিষদ পুকুরে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।