Tue. Sep 23rd, 2025
Advertisements

8kখোলা বাজার২৪, শুক্রবার, ২২ জুলাই ২০১৬: দেশে একের পর এক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সব ব্যাংককে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে তহবিল ও অন্য সব ব্যাংককে বিমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। এতে রাষ্ট্রীয় ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীর নিরাপত্তাবিধি বাড়ানো হয়েছে।
মূলত, দেশের ব্যাংকিং খাতে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাক্সিক্ষত ঝুঁকি মোকাবিলায় এই বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংককে এখন থেকে ক্যাশ অন কাউন্টার, ক্যাশ ইন ট্রানজিট ও ক্যাশ ইন এটিএম বুথের ওপরও অনাকাক্সিক্ষত ঝুঁকি মোকাবিলায় পৃথকভাবে তহবিল গঠন করতে হবে।
আগে এসব ব্যাংককে শুধু ভল্টে রক্ষিত অর্থের বিপরীতে তহবিল গঠন করতে বলা হয়েছিল।
সার্কুলারে রাষ্ট্রীয় ব্যাংককে যে যে অর্থের ওপর তহবিল গঠন করতে বলা হয়েছে, সেই একই অর্থের ওপর অন্য সব তফসিলি ব্যাংককে পূর্ণ বিমা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।