Wed. Sep 24th, 2025
Advertisements

12kখোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: এত বছরের সংসার জীবনের অবসান ঘটেছে মাত্র কিছু দিন আগেই আর এরই মধ্যে আরেকজনের সঙ্গে আনাগোনা শুরু করে দিয়েছেন বলিউডের অভিনেতা আরবাজ খান। স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তার ডিভোর্সের পরপরই এক নারীর সঙ্গে দেখা যাচ্ছে আরবাজকে।
নতুন সঙ্গীর সঙ্গে আরবাজ ভাল সময় কাটাচ্ছেন বলেই ধারণা করে হচ্ছে। গোয়াতে আরবাজকে দেখা যায় তার সঙ্গিনীর সাথে। দু’জন একসঙ্গে লাঞ্চ করতেও গেছেন তারা। যদিও সেই নারীর পরিচয় কিংবা দুজনের সম্পর্ক কী সেই রহস্য এখনো ফাঁস হয়নি।
বলিউডের আইটেম কুইন মালাইকা অরোরার সঙ্গে গত ১৮ বছর একসঙ্গে ঘর করে আসছেন সল্লুর বড়ভাই আরবাজ খান। কিছুসময় আগেই এক জনপ্রিয় রিয়্যালিটি শো-এর সঞ্চালনার কাজ করেন তারা দু’জন একসঙ্গে। এরপরেই হঠাৎ সম্পর্কে ভাঙ্গনের সুর ধরে। বিবাহ বিচ্ছেদের খবর বলিউডের আনাচে কানাচে পৌঁছে যায়। কিন্তু অবশেষে তাঁদের সম্পর্ক আর টিকে থাকল না। যদিও বিচ্ছেদের সঠিক কোন কারণ আরবাজ বা মালাইকা কেউই জানানি। আজ অবধি সে নিয়ে কোন কথাও বলেননি এই দম্পতি। আর এখন নতুন এক নারীর সঙ্গে আরবাজের মেলামেশার ইঙ্গিত তবে এটাই বয়ান করছে যে, বিবাহ বিচ্ছেদের কারণ এই নারী নয়তো?