Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ইতালিস্থ ঢাকা সমিতির আয়োজনে বনভোজন সম্পন্নখোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: ইতালি বৃহত্তর ঢাকা সমিতির আয়োজনে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের বিনোদন দিতে প্রতি বছরের মত এবারো জাকজঁমক পূর্ণভাবে ব্যাপক আনন্দ উদ্দীপনায় রবিবার ২৪ জুলাই ইতালি লাজ্জীয়র দশ’নীয় স্থান কাপো দি মনতের লাগো দি বোলসেনা এ বনভোজন অনুষ্ঠিত হয়।প্রবাসীদের গ্রীস্মের ছুটি কাটাতে বছরের
কান্তি দূর করতে এবং প্রবাসে বাংলাদেশের নিজ সংস্কৃতিকে উপস্থাপন করতে ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু ও সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ এ বনবোজনের আয়োজন করেন। এসময় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন প্রশাসনিক ব্যবস্থাপক সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, স্থানীয় মেয়র, বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রসুল কিটন, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি এমদাদুল হক মৃধা, সাহাদাত হোসেন আব্দুর রসিদ,বৃহত্তর জালালাবাদ সমিতির সভাপিত অলি উদ্দীন শামীম, চ্যানেল এস দর্শক ফোরাম সাধারন সম্পাদক ইউসুফ আলীপলাশ,স্বেচ্ছাসেবক লীগ ইতালীর সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহিলা সংস্থা সভাপতি শান্তা সিকদার, সহ সভাপতি সানজিদা আহমেদ ববি, সাধারন সম্পাদক সৈয়দা মাসুদা আরিফা, মহিলা সমাজ কল্যাণ সভাপতি মিসেস লায়লা শাহ, মহিলা সম্পাদিকা সায়রা হোসেন রানী, মিসেস মঞ্জু, সুবর্না ইয়াসমিন, সুস্মিতা সুলতানা, শামীমা পপি, উম্মেহানি প্রিন্স প্রমুখ।

বনভোজন সম্পর্কে শিপু বলেন আজকের আয়োজনে ভূল ত্রুটি থাকা স্বাভাবিক এটাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করেছি ভাল কিছু করার জন্য। প্রবাসে কষ্টের মাঝে একটু বিনোদন। রোম থেকে প্রায় ৯৫ কিঃ অদূরে পয’টন কেন্দ্র লাগো দি বোলসেনা। এই গ্রীস্মে অসংখ্য পয’টক সেখানে বিনোদনে মেতে উঠতে দ্বীপ ভ্রমণ করতে যান। সেই পথ ধরে আনন্দ ভাগাভাগি করে নিতে সকলের অংশগ্রহনে ঢাকা সমিতির আয়োজন। বনভোজনে সংঙ্গীত শিল্পী মীর শরীফ হাসান লেনীন, নৃত্য শিল্পী অর্পিতা সিকদারসহ স্থানীয় শাসন, সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বনভোজন ঘিরে মহিলাদের জন্য ছিল স্বদেশী বালিশ খেলা এবং লটারী ড্র মাধ্যমে পুরস্কার বিতরন।