Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: গাজীপুর জেলার কালিয়াকৈর বাসস্ট্যান্ডে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৩৬তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ২৫ জুলাই ২০১৬, সোমবার ব্যাংকের পরিচালক আলহাজ্জ নাজমুল আহসান খালেদ প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিকুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান, পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সালাহ্ উদ্দিন, মোঃ আমজাদ হোসেন এবং কাটাবর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শামসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মোঃ হাবীব উল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক আলহাজ্জ নাজমুল আহসান খালেদ বলেন, শুধু আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। বরং মানুষকে সুদের ভয়াবতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য থেকেই এ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান কালিয়াকৈরবাসীকে ইসলামী ব্যাংকিংয়ের অনন্য সেবা গ্রহণের উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নতি সম্ভব। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নের সহযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।