Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: বাগেরহাট : বাগেরহাট: বাগেরহাটে এক হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার বাগেরহাট শহরের লিচুতলা পিটি আই স্কুলের পাশের একটি বাড়ি থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট শহরের লিচুতলা এলাকার ফকির নাহিদুল ইসলাম (৫০) ও তার স্ত্রী রাজিয়া সুলতানা (৪২)।
এ ঘটনায় বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নিরঞ্জন কুমার সিকদার বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দম্পতির বিরুদ্ধে মামলা করেছেন।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. শরীয়তউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তালিকাভুক্ত মাদক বিক্রেতা নাহিদুল ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। নাহিদ দীর্ঘদিন ধরে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবার ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।