Sun. Sep 21st, 2025
Advertisements

44খোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান আইমান আল-জাওয়াহিরির নতুন এক অডিও প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বন্দিবিনিময়ের জন্য পশ্চিমা নাগরিকদের অপহরণের আহ্বান জানিয়েছেন। জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন সাইট ইন্টেলিজেন্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সাইট ইন্টেলিজেন্স গতকাল রোববার জানায়, সম্প্রতি আল-কায়েদাপ্রধান আইমান আল-জাওয়াহিরির প্রকাশিত অডিওবার্তায় জঙ্গি সংগঠনটির যোদ্ধাদের পশ্চিমা নাগরিকদের জিম্মি করা এবং এই জিম্মিদের মাধ্যমে কারাগারে থাকা জঙ্গিদের মুক্ত করার আহ্বান জানানো হয়।
সাইট ইন্টেলিজেন্স আরো জানায়, ক্রুসেডার, ধর্মত্যাগী এবং ইসলামের শত্রুদের কারাগার থেকে শেষ মুসলমান পুরুষ ও নারীকে মুক্ত করা না পর্যন্ত পশ্চিমাদের জিম্মির করার আহ্বান জানিয়েছেন আইমান আল-জাওয়াহিরি।
রয়টার্স জানায়, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী তালেবান ঘাঁটি বলে পরিচিত এলাকায় আইমান আল-জাওয়াহিরি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হয়।