খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬: রাজধানীর কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত জঙ্গিদের সঙ্গে গুলশানের হামলাকারীদের মিল রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইজিপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, নিহত জঙ্গিদের পোশাক-আসবাব সবকিছুতেই গুলশানে হামলাকারীদের সঙ্গে মিল রয়েছে। তাদের পরনে কাল পোশাক ও তাদের কাধেঁ ব্যাগ ছিল। তারা সবাই জেএমবির সদস্য।
তিনি বলেন, ঘটনায় ৯ জঙ্গি নিহত হয়েছে। ১জঙ্গিকে আহত অবস্থায় গ্রেফতার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।
তিনি আরো জানান, তদন্ত শেষে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে। জঙ্গিরা গুলি করতে করতে পালাতে চেষ্টা করেছিলো। তারা পুলিশকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেডও ছুড়ে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে। রাজধানী ঢাকায় বড় ধরনের হামলার পরিকল্পনা ছিলো এদের।
এর আগে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশ-র্যাব-ডিবি-সোয়াটের যৌথ অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হাসান সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সকাল ৫টা ৫০ মিনিটে অভিযান শুরু হয়ে ৬টা ৫০ মিনিট পর্যন্ত চলে।
মিরপুর জোনের পুলিশের এক কমকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত একটার কিছু পরে কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কের একটি ছয় তলা বাড়ি কেন্দ্র করে অভিযান শুরু হয়। এ সময় আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে দফায় দফায় গুলি ও গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। পুলিশের পাল্টা জবাবে আহত হয় এক জঙ্গি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ছয় তলা ভবনটির পাঁচ তলায় আরো ১০ জঙ্গি অবস্থান করছে।
জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে কল্যাণপুর ৫ নম্বর সড়কে অভিযান চালায় পুলিশ। গোপন তথ্য ছিলো, ওই সড়কে ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত ৫ তলা ভবনে জঙ্গি আস্তানা রয়েছে। পুলিশ তিনতলা পর্যন্ত ওঠার পরে পাঁচতলা থেকে দুই যুবক নেমে এসে গুলি চালায়। এসময় এক পুলিশ কর্মকর্তার হাতে গুলি লাগে। একই সঙ্গে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি চালালে হাসান নামে এক জঙ্গি আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
র্যাব-৪ এর অপারেশন অফিসার সুমন শাওন বলেন, সোয়াট, পুলিশ, ডিবি’র পাশাপাশ আমরাও পুরো এলাকা ঘিরে রেখেছি। নিরাপত্তার স্বার্থে কল্যাণপুর ফুটওভার ব্রিজ থেকে পাঁচ নম্বর সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের একটি রেসকিউ টিম ঘটনাস্থলে রয়েছে, আমরা অভিযান শুরু করেছি।
এসময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া এবং ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।