Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬:2016-07-30_3_632753 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রচারণা-বিষয়ক তথ্যে আবারো সাইবার হামলা হয়েছে। হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার কমিটি নিশ্চিত করেছে, এর আগে হিলারির নির্বাচনী প্রচার নিয়ে বিশ্লেষণধর্মী তথ্যের ওপর হ্যাকাররা হামলা চালিয়েছে। ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন প্রতিষ্ঠানে চালানো সাইবার হামলার অংশ হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রচারণা-বিষয়ক তথ্য হ্যাক করা হয়েছে। এ জন্য রাশিয়ার দিকে অভিযোগের তীর ছুড়েছে নির্বাচনী প্রচার কমিটি।
গত সপ্তাহেও একবার ডেমোক্রেটিক জাতীয় কমিটির সার্ভার হ্যাক করার খবর বের হয়। হ্যাকাররা সেবার পার্টির অভ্যন্তরীণ কিছু ই-মেইল চালাচালির তথ্য ফাঁস করেছিল। এরপর অভিযোগ ওঠে, হিলারির মনোনয়ন নিশ্চিত করতে দলের অপর মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে এসব ই-মেইল চালাচালি হয়। এ নিয়ে দলের মধ্যে ব্যাপক হৈচৈ হয়। পরে অবশ্য হিলারিই দলের মনোনয়ন পান এবং স্যান্ডার্স তা মেনে নেন।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ও ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির সঙ্গে জড়িত কিছু তথ্য হ্যাক করা হয়েছে।
হিলারির নির্বাচনী প্রচার কমিটির অভিযোগ, রাশিয়ার সরকারের কিছু এজেন্ট এই সাইবার হামলা চালিয়েছে। তাদের আশঙ্কা, রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।
রাশিয়া সরকার এই অভিযোগ অস্বীকার করে এ রকম অভিযোগ তোলার নিন্দা জানিয়েছে।
হিলারির নির্বাচনী প্রচার কমিটি শুক্রবার বলেছে, হিলারির নির্বাচনী প্রচার নিয়ে বিশ্লেষণধর্মী তথ্যের ওপর হ্যাকাররা হামলা চালিয়েছে।
তবে হিলারির নির্বাচনী প্রচারের মুখপাত্র নিক মেরিল এক বিবৃতিতে বলেন, অভ্যন্তরীণ সিস্টেম হ্যাক করা হয়েছে কিনা তার কোন তথ্য আমাদের হাতে নেই। নির্বাচনী প্রচারে ব্যবহৃত তাদের দলের কম্পিউটারগুলো সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ দিয়ে যাচাইবাছাই করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) বলছে, হ্যাকিংয়ের অভিযোগ নিয়ে তদন্ত চলছে।