খোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: আহমেদ মনির, জামালপুর:“সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সরিষাবাড়ীতেও সোমবার দিন ব্যাপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানব বন্ধন হয়। সরকারী নির্দেশনা অনুযায়ী সকাল ১১টা থেকে ১২টা পযর্ন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানের মানব বন্ধনে অংশ নেয় প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। মানব বন্ধনকারী প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সরিষাবাড়ী অনার্স কলেজ, বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়, পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাঃ মাদরাসা, গাড়াডোবা সিরাতুন্নবী আলিম মাদরাসা, দৌলতপুর ফাজিল মাদরাসা, মালিপাড়া দাখিল মাদরাসা, আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়, পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ, আর.ইউ.টি উচ্চ বিদ্যালয়, ছালেমা থাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, বাউসি বাঙ্গালী স্কুল এন্ড কলেজ প্রমুখ। এদিকে সরিষাবাড়ী মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী উপজেলা একাডেমী সুপার ভাইজার রুহুল আমীন বেগ সহ অন্যান্য কর্মকর্তারা এসব প্রতিষ্ঠানের খোজ খবর নেন।