Sun. Oct 26th, 2025
Advertisements
download (1)
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬:
মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল।

আক্রমণভাগে মুনির এল হাদ্দাদি ও লুইস সুয়ারেস জ্বলে ওঠায় এই জয় পায় দলটি। বার্সার পক্ষে পক্ষে মুনির জোড়া গোল করেন। আর একটি করে গোল করেন সুয়ারেস ও রাফায়েল গার্সিয়া। লেস্টারের গোল দুটি করেন আহমেদ মুসা।

এ ম্যাচেও গোল পাননি দলের সেরা তারকা লিওনেল মেসি; তবে দুটি গোলে অবদান রাখেন তিনি।

সুইডেনের রাজধানী স্টকহোমে বুধবার রাতে ম্যাচের শুরু থেকেই তাদের লেস্টারের রক্ষণভাগ ছিল বেশ নড়বড়ে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ২৬তম মিনিটে প্রথম গোল করেন মুনির। আট মিনিট পর মেসির বাড়ানো বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস। বিরতিতে যাওয়ার আগে উরুগুয়ের এই স্ট্রাইকারের সাহায্যে নিজের দ্বিতীয় গোল করেন ২০ বছর বয়সী মুনির।

৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা লেস্টার ৪৭তম মিনিটে আহমেদ মুসার গোলে ব্যবধান কমায়। ৬৬তম মিনিটে এর চার মিনিট পরেই নাইজেরিয়ার ফরোয়ার্ড মুসা নিজের দ্বিতীয় গোল করে লড়াই জমিয়ে তোলেন।

তবে এর আগে মাঠ ছাড়েন মেসি। আর ৭৭তম মিনিটে দুই গোলদাতা সুয়ারেস ও মুনিরকেও তুলে নেয়া হয়।শেষদিকে ৮৪তম মিনিটে বার্সার হয়ে চতুর্থ গোলটি করেন বদলি নামা ১৭ বছর বয়সী তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া।