Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: : মুন্সীগঞ্জে এ্যামিরেটস্ সিমেন্ট (বিডি) লিঃ এর শ্রমিক কর্মচারীলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় চর- মুক্তারপুর এলাকায় এ্যামিরেটস্ সিমেন্ট কারখানার প্রধান ফটকে চাকুরিচ্যুত শ্রমিকরা তাদের চাকুরী পূর্নবহাল, মিথ্যা মামলা প্রত্যাহার ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন মেনে নেয়ার দাবিতে এ মানব বন্ধন কর্মসূচী পালন করেন । এসময় শ্রমিকদের বিরুদ্ধে মালিক কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার ও চাকুরিচ্যুতদের পূর্নবহালের জোর দাবি জানানো হয়। সেই সঙ্গে মালিক কর্তৃক ভাড়াকৃত বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শ্রমিকদের নির্যাতন বন্ধেরও দাবি তোলেন শ্রমিক নেতারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন চাকুরিচ্যুত শ্রমিকদের পক্ষ থেকে।এর আগে সকাল ৯ টার সময় উত্তেজিত শ্রমিকরা কারখানার ভিতরে প্রবেশ করে চলমান কারখানার সকল উৎপাদন বন্ধ করে দেন। সেই সঙ্গে কারখানার প্রশাসনিক কর্মকর্তাসহ সকল কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন । খবর পেয়ে মুক্তারপুর নৌ- ফাঁড়ির ইনচার্জ এস আই মোশারফ হোসেন ঘটনাস্থালে পৌছে শ্রমিকদের শান্ত করেন। পরে কারখানার আন্দোলনরত শ্রমিক ও মালিক পক্ষের সাথে পুলিশ আলাদা বৈঠক করেন। শ্রমিকদের দাবি আদায়ে সকল প্রকার সহযোগিতা প্রদান করবে বলে শ্রমিকদের আশ্বাস দেন পুলিশ। পরে শ্রমিকরা পুলিশের প্রস্তাব মেনে নিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে তাদের কর্মসূচী সমাপ্ত ঘোষনা করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি মোঃ মাসুদরানা, সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম , সহ- সাধারন সম্পাদক মোঃ মনির উদ্দিন, ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক মো: মোস্তাফিজুর রহমান কবির, উপদেষ্ট শেখ সোলাইমান রনি,জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক হারুন অর রশিদ,সিএনজি অটোরিক্সা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আবুল কালাম প্রমুখ