Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬:মো.আককাস আলী, নওগাঁ : গণমানুষের কথার সম্পাদক, জাতীয় কবিতা পরিষদের সভাপতি, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মো.আককাস আলী বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশোকতা ও মাদক বিরোধীর বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। ওইসব কর্মকান্ডে লিপ্ত যারা তারা কখনই সমাজে শান্তি ফিরে দিতে পারে না। আর শান্তির নীড়ে ওরাও থাকতে পারে না। মানুষ সামাজিক জীব। এই সমাজের মানুষ শান্তির নিকেতনে বসবাস করতে চায়। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র আজও সমাজ তথা দেশে অরজগতা সূষ্টির মাধ্যমে তারা তাদের রাজত্ব কায়েম করতে চায়। কিন্ত স্বাধীনতার পক্ষের জনতা কখনই ওইসব স্বাধীনতা বিরোধীদের সফল হতে দিবে না। আমরা যুদ্ধ করে লাল সবুজের পতাকা অর্জন করেছি। কখনই ওইসব পাকিস্থানী দোসড় তথা রাজাকারদেরদের মাথা তুলতে দিব না। মনে রাখবেন ওরা মাথা তুলতে না পেরে আমাদের সন্তানদের ব্যবহার করে তাদের কাজ হাসি করতে চায়। আপনরা স্ব-স্ব অবস্থানে থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মরণ নেশা মাদকের বিরোধে সোচ্চার হন এবং আপনাদের ছেলে-মেয়েদের দিকে নজরদারী বাড়ার আব্বান জানান। তিনি বলেন, ওইসব পাকিস্থানী পেতআতœারা সর্ব ওসেক্টরে অপকর্মে লিপ্ত আছে। তাদের চিহিৃত করে আইনের কাঠগড়ায় দাঁড় করুন এবং তাদের মুখোশ খুলে দেন। মনে রাখবেন ওরা বাপেরও বাপ সেজে ষড়যন্ত করে যাচ্ছে। আসুন আমরা এই সোনার বাংলার পক্ষের স্বাধীনতাকামী জনতা আবারও শক্ত হাতে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদকবিরোধীদের রুখে দাঁড়ায় এবং তাদেরকে প্রতিহৃত করি। তিনি গতকাল উপজেলা চত্বরে সমাজের সচেতন মানুষদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বাসদের সমন্ময়নকারী গণমানুষের নেতা জয়নাল আবেদীন মকুল, সাবেক অধ্যক্ষ শরিফুল খান,ফড়িং এর সম্পাদক কাজী রাহাত প্রমূখ।