খোলা বাজার২৪,শুক্রবার, ৫ আগস্ট ২০১৬: ১০ দিন পর রংপুর সদরের দর্শনা ফতেপুরে একটি সেফটিট্যাংক থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে তার সহপাঠি দীপু চন্দ্রের বাড়ীর সেফটিট্যাংক থেকে নিহত স্কুল ছাত্র সবুজ চন্দ্র সুফলের মৃতদেহ উদ্ধার করা হয়। ঐ এলাকার ধীরেন চন্দ্রের ছেলে সবুজ ।
পুলিশের প্রাথমিক ধারণা, সবুজকে হত্যা করে প্রতিবেশি শংকরের পরিবারের সাত সদস্য গা-ঢাকা দিয়েছে। তবে এর ভেতর অন্য রহস্যও থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
নিহতের পরিবার জানান, সবুজ ভুরাঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। প্রতিবেশী শংকরের ছেলে দীপুর সঙ্গে সবুজের ঘনিষ্ঠতা ছিল। তার দাবি, দীপুর সঙ্গে কোনো ঘটনার বিরোধের জেরে শংকরের পরিবারের লোকজন সবুজকে হত্যা করে সপরিবারে পালিয়ে গেছে। সজল নিখোঁজ হওয়ার পর পরই তিনি কোতোয়ালি থানায় একটি জিডি করেছিলেন।
কোতোয়ালি থানার ওসি এবিএম জাদিুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সবুজকে হত্যা করে তার লাশ গুম করে শংকরের পরিবার গা-ঢাকা দিয়েছে। তবে এর ভেতরে অন্য রহস্যও থাকতে পারে। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে আটক করেছে পুলিশ।