Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, রবিবার, ৭ আগস্ট ২০১৬: এবার ‘বাংলাদেশ আওয়ামী সজীব ওয়াজেদ জয় লীগ’ নাম নিয়ে আসছে আরেকটি সংগঠন। ইতিমধ্যে সংগঠনের সাইনবোর্ড-এর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তবে সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকা সিটি করপোরেশনের মধ্যে নয়, কেরানীগঞ্জে।

কেন এই সংগঠনের আবির্ভাব? এ প্রশ্ন জানার জন্য যোগাযোগ করা হয়েছিল সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি হাসু সরদারের সাথে। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি এমন একটি সংগঠন করার স্বপ্ন দেখে আসছিলেন। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিগগিরই জাতির সামনে সংগঠনের জানান দেবেন তিনি।
তিনি বলেন, ‘’ছোট সময় থেকে এমন একটি সংগঠন করব এমন চিন্তা করে আসছিলাম। বছরখানেক আগে সজীব ওয়াজেদ জয় ভাইয়ের এক চাচাতো ভাই শামীম ভাইসহ আমার কয়েকজন উপদেষ্টাদের পরামর্শে অনেক পরিশ্রম করে এই সংগঠন গড়ে তুলেছি। ছয় মাস ধরে পরিশ্রম করে ১০১ সদস্যর কেন্দ্রীয় কমিটিসহ কয়েকটি জেলা কমিটি দিয়েছেন তিনি। সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা জড়িত বলেও তিনি জানান। সংগঠনের পুরো নাম ‘বাংলাদেশ আওয়ামী সজীব ওয়াজেদ জয় লীগ’।
যে ছবিটি সোশাল মিডিয়ায় গতকাল থেকে ঘুরছে, তাতে লেখা রয়েছে ঢাকা জেলা কমিটির কার্যালয়ের ঠিকানা। কালীগঞ্জ বাজার, চৌধুরী মার্কেট, কেরানীগঞ্জ ঢাকা-১৩১০। এই কমিটির আহ্বায়ক রনি আহম্মেদ কেরানীগঞ্জে ব্যবসা করেন।
এদিকে, এই ছবি ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠরা। এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দলের রাজনীতিকে ব্যবহার করে এসব চাঁদাবাজি, ধান্দাবাজি। আমি মনে করি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।