Sun. Sep 14th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: হোসেন দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী বেতদীঘি মোহনা মহিলা সমবায় সমিতি লিমিটেড এর উদ্যেগে মাদিলা হাট কলেজ চত্বরে গতকাল বুধবার নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারী সমাবেশে বেতদিঘী মোহনা মহিলা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মেছাঃ জান্নাতুন ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদিলাহাট কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, এডিবি ফুলবাড়ীর ম্যানেজার পবিত্র ডি কষ্টা, বেতদীঘি মোহনা মহিলা সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মোছাঃ আক্তারিনা বেগম, কোষাদক্ষ্য মোছাঃ আকতারা বেগম । মহিলা সমাবেশে বেতদীঘি ইউনিয়নের মহিলা সমবায় সমিতির সদস্যগণ ও এলাকার শতাধিক গৃহবধু ও সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন ফুলবাড়ী ওয়ালর্ড ভিশন।