Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

01খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে আহমেদ বিন কাশেমকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করছে তার পরিবার। এদিকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদ- কার্যকর হওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীও নিখোঁজ হবার ৬ দিন পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারটির।
আহমেদ বিন কাশেমের পরিবারের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১১ টার দিকে সাদা পোশাকে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি তাকে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ধরে নিয়ে যায়।
আহমেদ বিন কাশেমের স্ত্রী তাহমিনা আক্তার বলেন, এর আগে গত ৪ ই আগস্ট কয়েকজন র‍্যাব সদস্য এসে তাদের সাথে যেতে বলেন কিন্তু পরবর্তীতে আহমেদ বিন কাশেমকে না নিয়েই চলে যায়। কিন্তু মঙ্গলবার রাতে যারা এসেছিলেন তাদের পরনে কোন ইউনিফর্ম ছিল না।
আহমেদ বিন কাশেম পেশায় একজন আইনজীবী এবং তার বিরুদ্ধে কোন মামলা বা গ্রেপ্তারি পরোয়ানাও নেই বলে জানান তার স্ত্রী।
যুদ্ধাপরাধের দায়ে তার বাবা মীর কাশেম আলীর মৃত্যুদ- সর্বোচ্চ আদালতেও বহাল রাখার পর সেটি এখন পুনর্বিবেচনার পর্যায়ে রয়েছে।
এর আগে গত ৪ই আগস্ট একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে হুম্মাম কাদের চৌধুরীকে সাদা পোশাকধারী একদল লোক ধরে নিয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ।
হুম্মাম কাদের চৌধুরীর মা ফারহাত চৌধুরী বলেন, নিখোঁজের পর ৬ দিন পেরিয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ফাঁসের একটি ঘটনাকে কেন্দ্র করে মিসেস চৌধুরী এবং তার ছেলের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা চলছে। সেই মামলায় হাজিরা দিতে যাওয়ার পথেই পরিবারের ভাষ্য অনুযায়ী হুম্মাম কাদের চৌধুরীকে ধরে নিয়ে যাওয়া হয়।
হুম্মাম কাদের চৌধুরীর মা ফারহাত চৌধুরী আরো বলেন, বিষয়টি নিয়ে তারা থানায় সাধারণ ডায়েরি করতে চাইলেও সেটি থানা গ্রহণ করেনি।
আহমেদ বিন কাশেমের স্ত্রীও জানান, বুধবার বিকেল পর্যন্ত থানায় তাদের জিডি গ্রহণ করা হয়নি।
এই দুজনের বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন এই দুজনের বিষয়ে পুলিশের কাছে কোন তথ্য নেই।