Mon. Sep 15th, 2025
Advertisements

35খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: ঝিনাইদহ : প্রতিবেদন ও ফিচার লেখা এবং আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে ঝিনাইদহে তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (১০ আগস্ট) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝিনাইদহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি’ ও তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল আলী। তৃণমূলের তথ্য জানালা কর্মসূচির সামগ্রিক কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিএসবির গবেষণা কর্মকর্তা কাওসার উদ্দিন মারুফ।

বক্তারা বলেন, প্রতিবেদন ও ফিচার লেখা এবং আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনায় সক্ষমতা তৈরি হলে ইউডিসি তথ্য-সক্ষম’ জনগোষ্ঠী তৈরিতে খুবই শক্তিশালী ভূমিকা পালন করবে। এরই অংশ হিসেবে ঝিনাইদহ জেলার ৬৭ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা স্থানীয় উন্নয়ন কর্মকান্ডসহ আবহমান বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তিভিত্তিক উন্নয়ন, সাফল্যগাঁথা, অকৃষি উদ্যোগ, পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনাসহ মানুষের জীবন ও জীবিকার নানা তথ্য লিখবেন ইউপির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। এর মধ্য দিয়ে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত হবে।

তৃণমূলের তথ্য জানালা কর্মসূচির সারাদেশের সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রায় ১০ হাজার উদ্যোক্তাকে প্রতিবেদন ও ফিচার লেখা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনায় সক্ষমতা তৈরির মাধ্যমে ইনফোলিডার হিসেবে গড়ে তুলবে।

তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও বাস্তবায়ন সহযোগী কাজ করছে তথ্যসেবা বার্তা সংস্থা।