Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: : শেরপুরে নগর পরিস্কার পরিচ্ছন্ন অভিযান-২০১৬ উপলক্ষে শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশ কেন্দ্র (ইসিসিডি), বাগরাক্সায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ আগস্ট বৃহস্পতিবার ইসিসিডি সেন্টারের সভাপতি প্রফেসর মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্যানেল মেয়র ও শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মো. মতিউর রহমান।
এতে বক্তব্য দেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মো. মামুনুর রশিদ, প্রকৃতি ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন শাইন’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি, ডা. মো. জাবেদ আলী প্রমুখ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের সহযোগিতায় সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নেচার এন্ড এনভাইরনমেন্ট (শাইন্) এ সভার আয়োজন করে। পরে অংশগ্রহণকারীরা ইসিসিডি সেন্টারের আঙ্গিনা পরিস্কার করেন।