Mon. Sep 15th, 2025
Advertisements

1খোলা বাজার২৪, শুক্রবার, ১২ আগস্ট ২০১৬ : রাজধানী ঢাকার কদমতলীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে কদমতলীর ওয়াসা পানির ট্যাংকের সামনে এ বন্দুকযুদ্ধ হয়।

র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের এসএমএসে এ তথ্য জানানো হয়।
তবে আনুমানিক ৩৫ বছর বয়সী নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি র‍্যাব। তারা বলছে, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী।
এ বিষয়ে র‌্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, ওয়াসার পানির ট্যাংকির সামনে খোলা জায়গা মাদক কেনাবেচার জন্য ব্যবহার করে মাদক কারবারিরা। কিছুদিন আগে সেখান থেকে পুলিশ অস্ত্রসহ কয়েকজনকে গ্রেফতার করেছিল।
তিনি জানান, ভোরে র‌্যাবের একটি টহল দল ওই স্থানে গেলে সেখানে অবস্থানরত ৬-৭ জন মাদক বিক্রেতা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
র‌্যাবও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়, বাকিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র‌্যাব অধিনায়ক আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, ৫১০টি ইয়াবা ও ২৪ অ্যাম্পুল প্যাথিডিন উদ্ধার করা হয়েছে।