Mon. Sep 15th, 2025
Advertisements

4খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: শ্রাবস্তী দত্ত তিন্নি বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল অভিনেত্রী। প্রেম করে আদনান ফারুক হিল্লোলকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সংসার টিকে নি।

দ্বিতীয়বারের মতো ২০১৪ সালে আদনান হুদা সাদের সঙ্গে সংসার পাতেন এই অভিনেত্রী। কিন্তু দ্বিতীয় বিয়েতেও এ অভিনেত্রীর সংসারে ভাঙ্গনের সুর। এতোদিন বিভিন্ন মাধ্যমে সংসার ভাঙনের নানা গুঞ্জন শোনা গেলেও এবার তিন্নি নিজেই স্বীকার করেছেন স্বামী সাদের নির্যাতনের কথা।
স্বামীর নির্যাতনের বিষয়ে এবার গণমাধ্যমে সরাসরি কথা বলেছেন তিন্নি।
তিন্নি বলেন, বিয়ের পর থেকে আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি। এতাদিন এ বিষয়ে কাউকে কিছু বলিনি। আমার অনেক কিছু বলার আছে।
গত বছর নভেম্বরের ২২ তারিখের দিকে আমার একটি প্রোগ্রাম হয়। ২৩ তারিখে আমার ভাসুর আসেন। আমি আমার স্বামীকে বলি আমার বড় মেয়েকে নিয়ে আসতে চাই। আমি আমার ফ্রেন্ডের বাসায় ওর জন্য অপেক্ষা করছিলাম। ও বাসার দরজা খুলেই আমাকে মারধর শুরু করে। এরপর আমি বাসায় (বাবার বাড়ি) চলে আসি। তারপর আমাকে আর মারধর করবে না বলে আবার ওদের বাসায় নিয়ে যায়। এভাবে অনেকবার নির্যাতন করেছে এবং স্যরি বলেছে।
এতোদিন এ বিষয়ে মুখ খুলেননি কেন এমন প্রশ্নে তিন্নি বলেন, আমি সবসময় হাসি-খুশি থাকি। আমার ভেতরে অনেক কষ্ট, অনেক যন্ত্রনা। এই প্রথম আমি গণমাধ্যমগুলোতে বিষয়গুলো নিয়ে খোলাখুলি কথা বলছি। এর আগে কখনো এসব কথা বলিনি। গত সাত মাসে আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক সাফার করেছি শারীরিকভাবে, মানসিক নির্যাতন সহ্য করেছি। ও আমাকে অনেক মারধর করেছে। আমাকে বাজে ভাষায় কথা বলেছে। এরপরও আমি চুপ থেকেছি। সব ঠিক হয়ে যাবে ভেবে চুপ থেকেছি। সবচেয়ে বেশি বাজে লাগছে, যখন আমাকে মিরপুরে বনলতা রেস্টুরেন্টের সামনে মারধর করেছিল। আমাকে রাস্তায় মারধর করেছিল। রাস্তা-ঘাটে আমাকে মেরে ফোন-ব্যাগ নিয়ে গিয়েছিল। আমাকে খুব জঘন্যভাবে টর্চার করা হয়েছে।
তবে এতোকিছুর পরও বিয়ে টিকিয়ে রাখতে চাইছেন তিন্নি। তিনি বলেন, আমি কখনো বিয়ে ভাঙতে চাইনি। আমার ফেসবুক আইডিটাও হ্যাক করেছে আমার স্বামী। এটার পাসওয়ার্ড আমিও জানি আদনানও জানে। আমি কিছু চেঞ্জ করিনি। গত ফেব্র“যারি থেকে আমার ফেসবুক ওয়াল দেখলেই তা বুঝা যাবে।