Tue. Sep 16th, 2025
Advertisements

32খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: ইয়েমেনের একটি মাদরাসায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১০ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৮ জন।

ডক্টর্স ইউথআউট বর্ডার্স (এমএসএফ) রোববার একথা জানিয়েছে।
দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি প্রদেশে স্কুলটি অবস্থিত।
শনিবার এই হামলা চালানো হয় উল্লেখ করে এমএসএফ এর নারী মুখপাত্র মালাক শাহের বলেন, ‘সাদা প্রদেশের হেদানের একটি মাদরাসায় এ বিমান হামলাটি চালানো হয়েছে। আমাদের কাছে ১০টি শিশুর লাশ ও আরো আহত ২৮টি শিশু আনা হয়েছে। এদের সবারই বয়স ১৫ বছরের নিচে।’