Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: ইতালিতে সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
আজ সোমবার ১৫ আগস্ট বাদ জোহর মসজিদে রোমে সকল ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ধূমকেতু আওয়ামী সমর্থক পরিবার আয়োজিত বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির পিতার স্মরনে কোরআন খতম, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ইতালি জাতীয় শোক দিবস পালন কমিটির আহবায়ক ও সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক পাটওয়ারী, আ’লীগ সদস্য ও সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ ইতালি প্রধান উপদেষ্ঠা হেনরী ডি কস্তা, ধূমকেতু স্যোসাল সংগঠনের সভাপতি মোতালেব মিয়া, কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালি সাধারণ সম্পাদক আব্দুর রসিদ, কুমিল্লা জেলা সমিতির সভাপতি দিদারুল আলবেদিন, আওয়ামী সমর্থক নুরুন নবী, আবু নাছের প্রমুখ উপস্থিত ছিলেন।
শোকসভায় মোজাম্মেল হক বলেন, আজকের এই দিনে কিছু বিপদগামী মানুষের জন্য বঙ্গ বন্ধুসহ তার পরিবারকে শাহাদাত বরণ করতে হয়। বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করতে এ শোক দিবসের আয়োজন করা হয়। শোকসভায় ৮৪ জন শিশু কোরআন খতম করে বঙ্গবন্ধুর জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মিজানুর রহমান। পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।