খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: রংপুর: গতকাল মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের গোলাগঞ্জ এলাকায় গোলাগঞ্জ ঈদগাঁ মাঠ হইতে মোতাহারের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু ।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী ফুলু, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুনা লায়লা ফরিদা বানু রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী,রসিকের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, সমাজসেবক আজাদ আলী, রুস্তম আলী,বিশিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম জাদু প্রমুখ ।
উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য বিশ্ব ব্যাংক ও রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে ৪ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে ৫ গ্রুপের রাস্তা,ড্রেন নির্মান করা হবে ।