খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: বাগেরহাট : সুন্দরবন উপকূলে গভীর বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় ফিশিং ট্রলারের আরও ৩টি লাশ উদ্ধার করেছে মংলা কোস্টগার্ড সদস্যরা । সুন্দরবন উপকূলের হিরনপয়েন্টের অদূরে বঙ্গবন্ধু আইল্যান্ডের টেনে নেয়ে এসে মঙ্গলবার বিকালে ওই ডুবন্ত ট্রলারটির ইঞ্জিন রুম হতে ৩টি লাশ উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত জেলেদের লাশের পরিচয় পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া ওই ভারতীয় ফিশিং ট্রলার ও জেলেদের লাশ মঙ্গলবার বিকেলে খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। এনিয়ে গত তিনদিনে ৮ জন ভারতীয় জেলের লাশ ও ২ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ৭ জন ভারতীয় জেলে নিখোঁজ রয়েছে। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের দায়িত্বশীল সূত্র এখবর নিশ্চিত করেছে।
বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় গত শুক্রবার দুপুরে ১৭ জন জেলেসহ ভারতীয় ফিশিং ট্রলার এফভি মহা গৌরী ডুবে যায়। এই ট্রলারডুবির খবর পেয়ে ওইদিন সন্ধ্যা থেকে বাংলাদেশে নৌবাহিনী, কোস্টগার্ড এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ট্রলারটির অবস্থান ও নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে। ওই অভিযানের অংশ হিসেবে উদ্ধার হওয়া ডুবে যাওয়া ট্রলারটিকে সুন্দরবন উপকূলের হিরনপয়েন্টের অদূরে বঙ্গবন্ধু আইল্যান্ডের চরে টেনে নিয়ে এসে ইঞ্জিন রুমে তল্লাশি চালিয়ে আরও ৩টি লাশের সন্ধান পায় মংলা কোস্টগাডের সদস্যরা। প্রথম দফায় রবিবার ৫ জেলের লাশ ও ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।