Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: রাজশাহী : রাজশাহীতে ১৫৫কেজি গাঁজাসহ দুই মাদকের ডিলারকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার ভোরে জেলার মোহনপুর উপজেলার ট্যামা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
আটকৃতরা হলেন, পবার তুরাপুর এলাকার মকবুল হোসেনের ছেলে শামসুল আলম (৩৮), ও রাজশাহীর মহনপুর উপজেলার বেড়াবাড়ি এলাকার শামসুদ্দিন মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (৩৯)।
সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ জানায়, রাজশাহীর সিপিএসসি রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ কেজি গাঁজা, দুইটি মোবাইল ও ৬ হাজার ৩২৫ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদকের ডিলার হিসেবে উত্তরবঙ্গের রাজশাহী, নাটোর ও বগুড়াসহ আশপাশের জেলায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।