Mon. Sep 15th, 2025
Advertisements

7kখোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: রাজশাহীতে নতুন জঙ্গি গোষ্ঠী ‘আনসার রাজশাহী’র দুজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহীর বাগমারা থেকে এরা জঙ্গি কার্যক্রম শুরু করেছে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর তাদের হামলার পরিকল্পনা ছিলো বলে উল্লেখ করছে পুলিশ।
পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া জানান গ্রেফতারকৃত দুজন জঙ্গি মতাদর্শে বিশ্বাসী এবং তারা স্থানীয় একজন হোমিওপ্যাথি ডাক্তারের ওপর হামলার পরিকল্পনা করেছিলো, যিনি হিন্দু সম্প্রদায়ের সদস্য। হামলার পরিকল্পনার অংশ হিসেবে তারা ওই ডাক্তারের কার্যালয়ের আশপাশে পরিস্থিতি যাচাই করেছে।
মিস্টার ভুঁইয়া জানান এসব জঙ্গিরা মোবাইল ফোনে একটি অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করেছিলো। তাদের সহযোগী হিসেবে আরও ছয়জনকে সনাক্ত করেছে পুলিশ। এ গোষ্ঠীটি স্থানীয়ভাবেই কারো দ্বারা উদ্বুদ্ধ হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত একজন বাগমারা আর অন্যজন পাবনার বাসিন্দা। পুলিশ তাদের মোবাইল ফোন ও পাসপোর্ট জব্দ করেছে।