Thu. Sep 18th, 2025
Advertisements

13kখোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি শহীদ জালাল উদ্দিন সরকারের ১৩তম মৃত্যু বার্ষিকী ১৭ আগস্ট বুধবার যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে মরহুমের পাবুর গ্রামের বাড়িতে কুরআন খানী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে মরহুমের কবরে পুস্পস্তবক অপর্ণ করেছেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি’র পক্ষে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, ছাত্রলীগ প্রমূখ।

উপজেলা যবুলীগ সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, শহীদ জালাল উদ্দিন সরকারের চাচা মেজর মিজানুর রহমান সরকার, সেচ্ছাসেবকলীগ আহবায়ক খোকন মজুমদার, ছাত্রলীগ নেতা রাজিব ঘোষ, হিমেল খান,কাইয়ুম ভুইয়া, রাশিদুল হক সৈকত, মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

এছাড়া মরহুমের বয়োবৃদ্ধ পিতা আমজাদ হোসেন সরকার আবেগ-আপ্লোত কন্ঠে তার পুত্র হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তী ফাসির রায় দ্রুত কার্যকরের দাবী জানান।

উল্লেখ, তৎকালীন বিএনপি সরকারের সময়ে ২০০৩ সালের ১৭ আগষ্ট বিএনপি নামধারী কতিপয় সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে বাড়ির পাশে বলখেলা বাজার সংলগ্ন মাঠে জালাল উদ্দিন সরকারকে কুপিয়ে হত্যা করে। ওই সময় তার বড় ভাই মিলন সরকার বাদী হয়ে যুবদল ও ছাত্রদলের ১১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। ২০১৫ সালের ৩০ নভেম্বর জালাল উদ্দিন সরকার হত্যা মামলায় ১১ জনের ফাসির রায় এবং একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।