Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা)-এর সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, যে উন্নয়ন মানুষের ক্ষতি করে সেটি কোনো উন্নয়ন নয়। উন্নয়নের নামে নদ-নদীসহ পরিবেশ, মানুষ ও স্বাস্থ্যের ক্ষতি করা যায় না।

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বুড়িগঙ্গা দূষণ ও ট্যানারী শিল্প স্থানান্তর : আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন(বাপা) ও বুড়িগঙ্গা রিভার কিপার যৌথভাবে এ গোলটেবিল আলোচনা সভা আয়োজন করে।
সুলতানা কামাল বলেন, শিল্প মালিকদের মুনাফার দায় সাধারণ মানুষ নিতে পারে না। পরিবেশ, মানুষ ও স্বাস্থ্যের কথা মাথায় নিয়েই উন্নয়ন করতে হবে। সব উন্নয়নকেই হয়ে উঠতে হবে পরিবেশবান্ধব, জনবান্ধব ও স্বাস্থ্যবান্ধব। বুড়িগঙ্গাকে বাঁচাতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট-এর সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন বলেন,বর্তমান বাস্তবতায় উন্নয়ন ও শিল্প গড়ার নামে যারা নদী দখলসহ ভয়ংকর অপরাধ করছে তাদেরকে ষ্পেশাল ট্রাইব্যুনাল গঠনে করে বিচারের মাধ্যমে দ্রুত শাস্তি দিতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাপা’র সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক ও বুড়িগঙ্গা রিভারকিপারের শরীফ জামিল, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমীন মুরশিদ ও সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন, বুড়িগঙ্গা রিভার কিপারের শরীফ জামিল, ট্যানারি শিল্প নগরীর প্রকল্প পরিচালক মো. আব্দুল কাইয়ুম, পরিবেশ অধিদফতরের পরিচালক (পরিকল্পনা) মো. সোলায়মান হায়দার, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ড. আনোয়ার হোসেন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ প্রমুখ।