খোলা বাজার২৪, সোমবার, ২২ আগস্ট ২০১৬:
পাইরেসি রুখতে টরেন্টের মতো জনপ্রিয় সাইট বন্ধ করে দেওয়া হয়েছে ভারতে। কিন্তু ব্লক সাইটেও ভারতীয় ব্যবহারকারীদের আনাগোনা কম নয়। আর তাই এবার দেশটি থেকে যে কোনও ব্লক সাইটে ঢুঁ দিলেই পড়তে হতে পারে কঠোর শাস্তির মুখে। হতে পারে তিন বছরের কারাদণ্ড বা তিন লাখ রুপি পর্যন্ত জরিমানা।

যে কোনও ব্লক সাইটে ঢুকলেই একটি বিশেষ মেসেজ আসছে। এখন যে মেসেজ আসছে তাতে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, এই শাস্তির কথা। টরেন্ট থেকে ভিডিও ডাউনলোড করা হোক বা না হোক, টরেন্ট বা ভারতে নিষিদ্ধ যে কোনও সাইটে তথ্য সংগ্রহ করতে গেলেই পড়তে হতে পারে এই শাস্তির মুখে।
সাধারণত ডিএনএস ফিল্টারিংয়ের মাধ্যমে সাইট ব্লক করা থাকে। অর্থাৎ নিষিদ্ধ সাইটের একটি লিস্ট ডিএনএস সার্ভারে রাখা থাকে। কেউ সেটি অ্যাকসেস করতে গেলেই সার্ভার সেই রিকোয়েস্ট ব্লক করে। কিন্তু এবার ইন্টারনেট গেটওয়ে থেকেই সাইট সার্চ করা বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে ভারতে। অর্থাৎ সার্ভিস প্রোভাইডারের গেটওয়ে থেকেই মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে যে সাইট নিষিদ্ধ কিনা।
নিষিদ্ধ সাইটে ব্যবহারকারীদের ঢুঁ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্লকড ইউআরএল মেসেজে যে শাস্তির কথা লেখা আছে তা যথেষ্ট কড়া। কিন্তু কীভাবে সেই শাস্তি প্রদান করা হবে, অভিযুক্তের ক্ষেত্রে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে তা এখনও পরিষ্কার নয়।
তবে ভারত সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়ার ফলে নিষিদ্ধ সাইটে আনাগোনার প্রবৃত্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।