Fri. Sep 12th, 2025
Advertisements

minister-amuখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬:  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির নতুন সংস্করণ হচ্ছে জঙ্গিবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার সকল ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে দেশি-বিদেশি অপশক্তি সম্মিলিতভাবে জঙ্গিবাদের নামে দেশে অপকর্ম চালানোর পাঁয়তারা করছে। এর মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী গতকাল এ কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ, বুয়েট শাখা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করে।

মন্ত্রী বলেন, উত্তরবঙ্গে দু’জন রাষ্ট্রপতি থাকার পরও যেখানে বছরে দু’বার মঙ্গা হতো, সেখানে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সে মঙ্গা বিতাড়িত হয়েছে। তিনি শোককে শক্তিতে পরিণত করে স্বাধীনতাবিরোধী ও উগ্র সা¤প্রদায়িক অপশক্তির যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্যবিমোচন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ সামাজিক নিরাপত্তা সূচকে বাংলাদেশের ঈর্ষণীয় অগ্রগতি অর্জন ষড়যন্ত্রকারীদের গাত্রদাহের মূল কারণ। এ কারণে যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, তারাই মধ্যযুগীয় কায়দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার হীন ষড়যন্ত্র হিসেবে ২১শে আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

বঙ্গবন্ধু পরিষদ, বুয়েট শাখার সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন, বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন।