Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: রংপুর: রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আবারো শহরের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় ২ মাদকসেবিকে আটক করে। পরে মাদকসেবিদের বিভিন্ন মেয়াদে করাদন্ড প্রদান করেছে রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া এ কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো শহরের পশ্চিম নীলকন্ঠ এলাকার গাঁজা বিক্রির দায়ে মঈনুল ইসলাম(৩৪) পিতা আজিজার রহমান কে ১০দিন, নুরপুর মহাদেবপুর এলাকার বিল্পব হোসেন পিতা আব্দুল কুদ্দুস কে গাঁজা বিক্রির দায়ে ১০দিন, বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে এদের কারাদন্ড প্রদান করা হয়।