খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: কুমার, নাটোর: নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৬ জনের মধ্যে এ পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ডুবুরী দল। অভিয়ানে দুপুরে ঘটনাস্থল বিলমারিয়া থেকে ৮ কিলোমিটার দুরে লক্ষীপুর বালুর ঘাট এলাকা থেকে নিখোজ জামাল হোসেনে, আজেদ আলীর ও বেলা ২ দিকে চান্দের আলী এবং পৌনে তিনটার দিকে ভাষান আলীর মৃতদেহ উদ্ধার করে তারা। এর আগে গত মঙ্গলবার বিকেলে বেলাল হোসেন নামের একজনের মৃতদেহ উদ্ধার করে ডুবুরি দল। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ জনের লাশ উদ্ধার করা হলো।
মঙ্গলবার সকালে লালপুর উপজেলার পদ্মা নদীর বিলমাড়িয়া ঘাট থেকে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা পলাশির চরে যাওয়ার সময় মাঝ নদীতে ডুবে যায়। অধিকাংশ লোকজন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ থাকে মোট ৬ জন।
মৃতদেহগুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ও উদ্ধারকরী ডুবুরী দলের সদস্য ওমর ফারুক।