Mon. Sep 22nd, 2025
Advertisements

খোলা বাজার২৪,রবিবার, ২৮ আগস্ট ২০১৬: পোরশায় ২হাজার পিস ফেন্সিডিল ও একটি প্রাইভেট কার (যার নম্বর-ঢাকা মেট্রো-গ- ১২-৬১৪৭) সহ আইয়ুব আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রবিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার সরাইগাছি-শিশা রোডের চকনামাজু নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত আইয়ুব আলী বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া ব্যাংকপাড়ার আফসার আলীর ছেলে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিও মেজর আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাপাহার উপজেলা থেকে এক মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে পোরশার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পোরশার চকনামাজু এলাকায় অভিযান চালিয়ে আইয়ুবকে প্রাইভেট কার সহ আটক করা হয়। এ সময় তার গাড়ি থেকে ২হাজার পিচ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইননানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।