Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
1472669430
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০১৬: নাটোর-বগুড়া মহাসড়কের ওপর সিংড়া উপজেলার জলার বাতা নামক স্থানে প্রতিদিন নিয়মিতভাবে চলছে ধান বেচাকেনা। রাস্তা দখল করে ধান বেচাকেনা করায় যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তা ছাড়া প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে।
জানা যায়, গত জুলাই মাসের শুরু থেকে প্রতিনিয়ত মহাসড়কে এভাবেই ধান বেচাকেনা করছে। প্রতিদিন উত্তর ও দক্ষিণ অঞ্চলের হাজার হাজার যানবাহন যাতায়াত করে। রাস্তার ওপরে ৮-১০টি ট্রাক থামিয়ে ধান লোড ও আনলোডের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে দূরপাল্লার যাত্রীরা যথাসময়ে নিজ গন্তব্যে এবং ছাত্র-ছাত্রীরা সময়মত স্কুল-কলেজে পৌঁছাতে পারছে না।
দক্ষিণ দমদমা মুদি দোকানদার আব্দুল মোন্নাফ জানান, সিংড়া হাট ইজারাদার মালিক মো. আব্দুল ওহাব নিয়মিত প্রতি বস্তা ধান ছয় টাকা করে নেন।
সিএনজি চালক সিংড়া পৌর এলাকার চক সিংড়া মহল্লার মো. বাবলু মিঞা জানান, মহাসড়কে প্রতিদিন ট্রাকে ধান বোঝাই করার সময় ৮-১০টি ট্রাক সারি করার ফলে গাড়ি ওভার ট্রেকিং করতে ঝামেলায় পড়তে হয়।
পরিবহনের একাধিক চালক জানান, ধান ব্যবসায় মহাসড়ক দখলের ফলে সৃষ্ট যানজটের কারণে অনেক সময় অপর প্রান্তের গাড়ির জন্যে মাঝে-মাঝে ৫-১০ মিনিট অপেক্ষা করতে হয়। যা দূরপাল্লার পরিবহনের জন্যে বড় সমস্যা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মন্ডল বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বা