বিশ্বায়নের এ যুগে গতানুগতিক পদ্ধতির লেখাপড়া দিয়ে টিকে থাকা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, তাই নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞানের আলোকিত করতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার উন্নয়নে যুগন্তকারী বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে।
শিক্ষামন্ত্রী আজ (শুক্রবার) কক্সবাজারে বিরাজমান বিভিন্ন সমস্যা দূর করে পাবলিক পরীক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত দু’দিনব্যাপী কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কক্সবাজারে হোটেল সী প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ ও চৌধুরী মুফাদ আহমদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহাও বক্তৃতা করেন।
দু’দিনব্যাপী কর্মশালার আলোচনায় পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন পদ্ধতির মানোন্নয়ন, উত্তরপত্র মূল্যায়নে অসংগতি দূর করা, ব্যবহারিক পরীক্ষায় প্রায়োগিক জ্ঞান যথাযথভাবে মূল্যায়ন করে নম্বর প্রদান, বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিরাজমান বৈষম্য দূর করা প্রভৃতি বিষয় স্থান পায়।
খোলা বাজার২৪, শনিবার,০৩ সেপ্টেম্বর ২০১৬: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মানোন্নয়নে বিরাজমান পরীক্ষা পদ্ধতির সংস্কার, সিলেবাস ও পাঠ্যপুস্তক যুগোপযোগী করা সহ সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।