খোলা বাজার২৪, শনিবার,০৩ সেপ্টেম্বর ২০১৬: ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তের নিজ শহরে একটি বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত ৬০ জন আহত ও ৩০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় নগরী দাভাওয়ের একটি জনাকীর্ণ মার্কেটে এই বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রেসিডেন্ট দপ্তরের একজন মুখপাত্র বলেন, তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল থেকে একটি মর্টার চালিত বিস্ফোরকের (আইইডি) এর অংশ পেয়েছেন।
রাজধানী ম্যানিলায় এই ভয়াবহ হামলার পর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
মাক্রো পোলো হোটেলের বাইরে এ হামলাটি চালানো হয়। ওই এলাকায় প্রেসিডেন্ট দুতের্তে প্রায়ই যাতায়াত করেন। তিনি বিস্ফোরণের সময় দাভাওয়ে থাকলেও আহত হননি।
ঘটনার পর দুতের্তে পরিস্থিতিকে অরাজকতাপূর্ণ ঘোষণা করেন।
তিনি বলেন, এই পরিস্থিতিতে নগরীগুলোতে সৈন্য মোতায়েন করা যাবে এবং তারা চেকপয়েন্টে পুলিশকে সহায়তা করতে পারবে।
জঙ্গি গোষ্ঠী আবু সায়াফ গ্রুপের একজন মুখপাত্র এই হামলার দায়িত্ব স্বীকার করেন।
তবে প্রেসিডেন্ট বলেছেন, এই হামলার পেছনে মাদক চক্রের হাত রয়েছে বলে কর্তৃপক্ষের ধারণা।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবু সায়েফ গ্রুপের বিরুদ্ধে সেনা অভিযানের কারণে ওই অঞ্চলে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা বলবৎ রয়েছে।
সোমবার বিদ্রোহীদের সঙ্গে সেনা সদস্যদের ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে ১২ সৈন্য নিহত হয়।
মে মাসে দুতার্তে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই দেশটির সবচেয়ে রক্তক্ষয়ী দিন।
তিনি ৩০ জুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাদক চক্রগুলোর বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান চালান। এখন পর্যন্ত ২ হাজারের বেশি লোক নিহত হয়েছে। এদের মধ্যে অর্ধেক পুলিশ অভিযানে নিহত হয়।