Tue. Oct 14th, 2025
Advertisements

জলবায়ু-পরিবর্তনের-বিরুদ্ধে-শিক্ষার্থীদের-সোচ্চার-হওয়ার-আহ্বান

খোলা বাজার২৪,রবিবার,০৪ সেপ্টেম্বর  ২০১৬:  বিস্তীর্ন বরেন্দ্র অঞ্চলসহ পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

গতকাল রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ও কলেজে শিশুদের পোস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের ৭৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পোস্টারে এ অঞ্চলের কৃষি, খাদ্য, পানি ও স্যানিটেশনের হুমকির বিষয়টি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের ব্যাপারে শিক্ষার্থীদের যথেষ্ট ধারণা রাখতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।
তারা বলেন, সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জীববৈচিত্র, প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে যথাযথ জ্ঞান রাখতে হবে, যাতে তারা এক্ষেত্রে অবদান রাখতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল ইসলাম প্রধান অতিথি ও রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালগার অর্গানাইজেশন (এফএও) প্রতিনিধি মাইকেল রবসন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেমায়েত হোসেন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, ডিএই’র অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান ও রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান বক্তব্য রাখেন।
বিশ্ব খাদ্য দিবস-২০১৬ উপলক্ষে ডিএই ও জাতিসংঘের এফএও যৌথভাবে শিক্ষার্থীদের এই পোস্টার প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষিসহ প্রত্যেক সেক্টরেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেখা দিয়েছে। যা খাদ্য উৎপাদনের জন্য বিরাট হুমকি।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখন অন্যতম সমস্যা। তাই বৃহত্তর স্বার্থে নতুন ও আগামী প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে হবে।
এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষায় জলবায়ু সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ জরুরি বলেও বক্তারা উল্লেখ করেন।