খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: : দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস ও জেলা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় রাণীগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে এক জনসভা ও সিংড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোখছানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা ও সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল। শেষে সিংড়া ইউপি হলরুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম শামস উদ্দিন। বক্তাগণ বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। আওয়ামীলগ সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।