Tue. Oct 14th, 2025
Advertisements

14kখোলা বাজার২৪, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের পাশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জোনাল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ সকাল সাড়ে এগারোটায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিন পার্শ্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জোনাল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। মৌলভীবাজার জোন অফিসের নির্বাহী প্রকৌশলী শেখ নাছিম রেজার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান,পৌর মেয়র ফজলুর রহমান, সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজার জোনাল অফিস নির্মান হলে জেলার শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে সহায়ক হবে।

এদিকে শিক্ষা প্রকৌশল ভবন মাঠে না করে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবীতে একই সময়ে সেখানে মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।