Sun. Oct 12th, 2025
Advertisements

খোলা বাজার২৪,শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগান কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার সকালে ১০ টাকা কেজি চাল বিক্রির উদ্ভোধন করা হয়েছে। তারাকান্দি গেইটপাড়ে এই চাল বিক্রি শুরু হয়।
জানা যায়, শরিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি ৮ ও ৯ নং ওয়ার্ডের ৪৪৮ জন দুস্থ্যের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রি করা হয়। প্রতি মাসে ৪৪৮ জন দুস্থ্য ৩০ কেজি করে চাল পাবেন বলে জানা যায়। চাল বিক্রির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোরশেদ আলী, এ সময় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ডিলার মোঃ লিটন, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইদ্দিস আলী প্রমুখ।