খোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬:হবিগঞ্জের পূবালী ব্যাংক প্রধান শাখার এটিএম বুথ থেকে আব্দুল হক নামে এক নিরাপত্তা কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকেল ৩টায় সদর মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। আব্দুল হক শহরের উমেদনগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আজ দুপুরে এটিএম বুথে শাহেদ আলী নামে একজন গ্রাহক টাকা তুলতে আসেন। দীর্ঘদিন ডাকাডাকি করে কাউকে না পেয়ে তিনি বুথে উকি দেন। এসময় বুথের পেছনের অংশে পা দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জড়ো করেন তিনি। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে বাহ্যিকভাবে কোথাও কোন আঘাত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এটিএম বুথেরও কোন ক্ষতি হয়নি।
আব্দুল হকের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো সে আজ সকাল ৭টায় বাড়ি থেকে বুথে আসে। সে ৩ মেয়ে ও ১ ছেলের বাবা।