ভারত-শাসিত কাশ্মীরে রাজ্য শাসক দলের একজন এমপি সরকারী নীতির প্রতিবাদে সংসদ থেকে পদত্যাগ করেছেন। তারিক হামিদ কারা নামে ওই এমপি কাশ্মীরে ভারত সরকারের নীতিকে ‘নিষ্ঠুর’ হিসেবে আখ্যায়িত করেছেন। ভারতের কট্টর ডানপন্থী শাসক দল বিজেপির সঙ্গে তার দল ও কাশ্মীরের ক্ষমতাসীন পিপল’স ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) রাজ্যপর্যায়ে জোট গঠন করায় নিন্দা জানিয়েছেন। সংসদ থেকে পদত্যাগের পাশাপাশি দল থেকেও পদত্যাগ করেছেন তারিক হামিদ। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, জুলাইর গোড়ার দিকে শুরু হওয়া ব্যাপক আকারের দাঙ্গায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। কাশ্মীরে গণহারে বন্ধ করে দেয়া হয়েছে মসজিদ। ফলে এ সপ্তাহে ঈদ-উল-আজহা পালনে সমস্যা পোহাতে হয়েছে মানুষদের। তারিক হামিদ বৃহ¯পতিবার সাংবাদিকদের বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো এবার কাশ্মীরের জনগণকে ঈদের নামাজ পড়তে দেয়া হয়নি। বেশ কিছু উপশনালয় এমনকি গ্রান্ড মসজিদও তালাবদ্ধ ছিল।’ তিনি আরও বলেন, ‘কাশ্মীরিদের রক্ত ঝরছে উপত্যাকার দেয়ালে, লেনে আর ড্রেনে।’
জুলাইয়ে জনপ্রিয় এক সশস্ত্র নেতা বুরহান ওয়ানি (২২) সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর কাশ্মীরে বিক্ষোভ শুরু হয়। প্রসঙ্গত, কাশ্মীরের বিতর্কিত ভূখ- পুরোপুরি দাবি করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ৬০ বছরেরও বেশি সময় জুড়ে এটি দু’ দেশের বিরোধের মূল হিসেবে জিইয়ে আছে। এ নিয়ে দুইবার যুদ্ধ লেগেছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে বেশ কিছু সশস্ত্র সংগঠন দাঁড়িয়ে গেছে। এদের কেউ ভারত থেকে স্বাধীনতা চায়, আবার কেউ পাকিস্তানের সঙ্গে মিশে যেতে চায়।